smart home automation

আপনার স্বপ্নের বাড়ীতে কি কি স্মার্ট ডিভাইজ ব্যবহার করে নিয়ন্ত্রন করবেন

September 10, 2023

ধরুন, আপনি অফিস থেকে ক্লান্ত শরীরে বাসায় ফিরছেন এবং আপনি ঘরে ঢুকতেই আপনার ঘরের দরজা, জানালা, লাইট, ফ্যান ও এসি নিজে থেকেই চালু হয়ে গেল।

কিংবা কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠলেন এবং আপনার কিচেনের কেটলিতে গরম গরম কফি প্রস্তুত হয়ে গেল। কেমন হতো যদি এগুলো বাস্তবে হতো? বিষয়টা বেশ আনন্দের তাই না? আজকের লেখায় এ সম্পর্কেই জানাবো।

দ্রুত গতির এই বিশ্বে প্রযুক্তির উন্নয়নও বেশ দ্রুত ঘটছে। গত দুই দশকে বিজ্ঞান ও প্রযুক্তি যেন চক্রবৃদ্ধি হারে সমৃদ্ধ হয়েছে। এরই একটা উদাহরণ বলা যেতে পারে স্মার্ট হোম প্রযুক্তিকে।

স্মার্ট হোম এখন আর মানুষের কল্পনা কিংবা হলিউডের সিনেমার দৃশ্যপট নয়। এটা এখন বাস্তবে পরিণত হয়েছে এবং অনেকটাই সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে।

আমরা অনেকেই হয়তো IoT বা Internet of Things এর কথা শুনেছি। স্মার্ট হোম প্রযুক্তি মূলত এই আইওটি (IoT) ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।

স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। আপনার স্বপ্নের বাড়িতে কী কী স্মার্ট ডিভাইজ ব্যবহার করে নিয়ন্ত্রন করবেন তা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগে। এছাড়াও স্মার্ট হোম প্রযুক্তির সুবিধা কী কী তা জানবো।

স্মার্ট হোম প্রযুক্তি কী?

স্মার্ট হোম হলো কতগুলো স্মার্ট ডিভাইস ও সিস্টেমের ইন্টিগ্রেশন যা ব্যবহারকারীর বাড়িকে বিদ্যুৎ সাশ্রয়ী, নিরাপদ ও আরো বেশি স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলে।

স্মার্ট হোমে ব্যবহৃত প্রযুক্তিগুলো একটি সিস্টেম ও সেন্ট্রাল হাব বা নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। আর পুরো সিস্টেমকে মোবাইল ফোন কিংবা রিমোটের সাহায্যে যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যায়।

স্মার্ট হোম ধারণাটি মানুষের দৈনন্দিন কাজে গতিশীলতা এনে দিয়েছি। প্রতিদিন যেসব কাজ বাড়ির কোনো সদস্যকে করতে হতো তা এখন অটোমেটেড হয়ে গেছে। এটা মূলত Automation System এর একটি উন্নত সংস্করণ।

স্মার্ট হোম প্রযুক্তির সুবিধাসমূহ

প্রযুক্তি যে আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবনের সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা অস্বীকার করার সুযোগ নেই। এই ক্রেডিটের কিছুটা স্মার্ট হোম প্রযুক্তিরও প্রাপ্য।

Smart Home প্রযুক্তির কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো:

  • স্বাচ্ছন্দ্যদায়ক: স্মার্ট হোম প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনেক বেশি স্বাচ্ছন্দ্যদায়ক। আপনি মাত্র একটি সুইচ ব্যবহার করে একটা একটি ভয়েস কমান্ড দিয়ে একই সাথে একাধিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • বিদ্যুৎ সাশ্রয়ী: এই প্রযুক্তিতে ব্যবহৃত ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো সাধারণ ডিভাইসের তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। যেমন স্মার্ট থার্মোস্ট্যাটস আপনার অভ্যাস অনুযায়ী বাড়ির তাপমাত্রা সমন্বয় করতে পারে, স্মার্ট লাইট নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চালু কিংবা বন্ধ হতে পারে। এতে বাড়তি বিদ্যুতের ব্যবহার রোধ হয়।
  • নিরাপত্তা সুবিধা: স্মার্ট ক্যামেরা আপনার বাড়ির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে। আপনি বাড়ির বাইরে যেখানেই থাকুন না কেন ক্যামেরা, মোশন ডিটেক্টর ইত্যাদির মাধ্যমে বাড়িতে যেকোনো ব্যক্তির উপস্থিতি পেলেই তা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং ক্যামেরায় তা দেখতে পাবেন। এছাড়াও দরজায় ব্যবহৃত স্মার্ট লক প্রযুক্তি অনেক বেশি নিরাপদ।
  • নিয়ন্ত্রণ ব্যবস্থা: যেকোনো জায়গা থেকেই স্মার্ট হোম ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যায়। যদি আপনি বাইরে যাওয়ার সময় লাইট, এসি কিংবা দরজা বন্ধ করতে ভুলে যান তাহলে এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন এবং যেকোন জায়গা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে সেগুলো বন্ধ করতে পারবেন।

স্মার্ট হোমের এরকম আরো বহুবিধ সুবিধা রয়েছে। এখানে উল্লেখযোগ্য মাত্র ৪টি সুবিধার কথা উল্লেখ করেছি। নিচের অংশে আরো কিছু সুবিধা সম্পর্কে ধারণা পাবেন, আশা করছি।

আপনার স্বপ্নের বাড়িতে কি কি স্মার্ট ডিভাইস ব্যবহার করে নিয়ন্ত্রন করবেন?

এতক্ষণে Smart Home সম্পর্কে অনেক কিছু জেনেছি। আসুন এবার কতগুলো স্মার্ট ডিভাইসের সাথে পরিচিত হই যেগুলো ব্যবহার করে আপনার বাড়িকে নিয়ন্ত্রণ করতে পারেন।

১. স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

ছুটিতে কিংবা অফিসের কাজে বাড়ির বাইরে আছেন। বাড়িতে অপরিচিত ব্যক্তি কিংবা চোরের উপস্থিতি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

স্মার্ট সিকিউরিটি ক্যামেরা দিয়ে আপনি সার্বক্ষণিক বাড়ির লাইভ স্ট্রিম দেখতে পারবেন যেকোনো স্থান থেকে। আপনার বাড়িতে Ring, Arlo এর মতো সিকিউরিটি ক্যামেরা ও মোশন সেন্সর স্থাপন করে যেকোনো ব্যক্তি ও বস্তুর উপস্থিত সম্পর্কে জানতে পারবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়াও সরাসরি মোবাইলে ভিডিও ফুটেজ দেখতেও পারবেন।

২. স্মার্ট লক

August কিংবা Schlage এর মতো স্মার্ট ডোর লক ব্যবহার করে আপনার স্বপনের বাড়ির নিরাপত্তা সিস্টেমকে আরো জোরদার করতে পারেন।

এসব স্মার্ট লক সিস্টেম শুধুমাত্র অ্যাপ, কমান্ড কিংবা ইউনিক সিকিউরিটি কোড দ্বারা খোলা সম্ভব। আপনি বাড়ির বাইরে থাকা অবস্থায় বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে ইউনিক সিকিউরিটি কোড দিতে পারবেন, এটি ব্যবহার করে তারা দরজা খুলতে পারবে। এসব সিকিউরিটি কোড অস্থায়ী, তাই দীর্ঘসময় পর্যন্ত ব্যবহার করতে পারবে না।

৩. স্মার্ট থার্মোস্ট্যাটস

স্মার্ট থার্মোস্ট্যাটস হলো এমন একধরনের ডিভাইস যা প্রতিদিনের তাপমাত্রা পর্যালোচনা করে এবং তা থেকে সিদ্ধান্ত নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।

আপনার অভ্যাস অনুযায়ী, ঘরের ভেতরের ও বাইরের তাপমাত্রার সাথে সমন্বয় করে তাপমাত্রা কম-বেশি করতে পারে। এর ফলে বিদ্যুতের অপচয় রোধ হয়।

৪. স্মার্ট স্পিকার

Alexa কিংবা Google Assistant এর নাম আমরা অনেকেই শুনেছি। Amazon Echo ও Google Home এর মতো স্মার্ট স্পিকারগুলো এসব ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে যুক্ত থাকে এবং ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রন করা যায়।

৫. স্মার্ট লাইট

স্মার্ট লাইট অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এগুলো আপনার সুবিধা অনুযায়ী ব্রাইটনেস, কালার পরিবর্তন করতে পারে। এছাড়াও সুবিধাজনক সময়সূচি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বন্ধ কিংবা চালু হতে পারে।

বাড়ির সাজসজ্জার কাজেও স্মার্ট লাইটগুলো বেশ কার্যকরী।

৬. স্মার্ট প্লাগ

আপনার বাড়িতে থাকা নন-স্মার্ট ডিভাইসগুলোকে ফেলে না দিয়ে যদি সেগুলো কাজে লাগিয়ে বাড়িকে স্মার্ট হোম বানাতে চান তাহলে প্রয়োজন হবে স্মার্ট প্লাগ।

যেকোনো ডিভাইসকে Smart Plug এর সাথে যুক্ত করে সেগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্মার্ট হোম তৈরিতে আপনার ব্যয় যেন সাধ্যের মধ্যে থাকে এবং বর্তমানে ব্যবহৃত ডিভাইসগুলোগুলোকে যেন কাজে লাগানো যায় সেই লক্ষ্যে স্মার্ট প্লাগের আবির্ভাব।

এরকম আরো বহু স্মার্ট হোম ডিভাইস রয়েছে। আপনারা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইতিকথা

আশা করবো আজকের ব্লগে স্মার্ট হোম কি, স্মার্ট হোমে ব্যবহৃত কিছু ডিভাইস সম্পর্কে ধারণা দিতে পেরেছি।

এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতেও পারেন। ধন্যবাদ সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য। আপনার দিনটি শুভ হোক।

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments